শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বিজিবির অভিযানে আইস ও ইয়াবাসহ আটক ২

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবির জওয়ানরা নাফ নদীর জলিলের দ্বীপ সীমান্তে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস মাদক ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।আটক রোহিঙ্গারা হলেন- টেকনাফের মোচনি ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও জাদিমুরা ২৬ নম্বর ক্যাম্পের মো. ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম (৩৮)।

বৃহস্পতিবার ভোরে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

তিনি জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার হতে মাদকের বড় একটি চালান পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির জওয়ানরা অভিযানে যায়। এ সময় নাফ নদীর জলিলের দ্বীপের পাশে কাঠের নৌকা নিয়ে এক ব্যক্তিকে এবং মিয়ানমার দিক থেকে সন্দেহজনক আরেক ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরে আসতে দেখে সাঁতরিয়ে আসা ব্যক্তিটি নৌকায় অবস্থান রত ব্যক্তিকে একটি বস্তা হস্তান্তর করতে দেখে বিজিবির জওয়ানরা স্পিডবোট যোগে দুইজনকে চতুর্দিকে ঘিরে ফেলে তাদেরকে আটক করে বস্তাটি দুটি উদ্ধার করে। পরে বস্তা ২টি তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ২ বিজিবি অধিনায়ক।


আরো খবর: