টেকনাফ শীলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ৫০হাজার ইয়াবার চালানসহ ৪জন নারী-পুরুষ পাচারকারীকে আটক করেছে।
৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশীকালে ৪জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় নামিয়ে তল্লাশী করা হয়।
তাদের পায়ের উপরিভাগে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় দেড়কোটি টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবাসহ টেকনাফ মধ্যম গোদার বিলের মোঃ আলী আহমদের পুত্র মোঃ জিহাবুল (২৪), জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের পুত্র মোঃ রবিউল আলম (২০), কায়ুকখালী পাড়ার মোঃ নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮) এবং টেকনাফ সড়ক রাস্তা পাড়ার মোঃ মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫) কে আটক করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।