শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পুলিশের অভিযানে বিদেশি মদসহ আটক-২

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

কক্সবাজারের টেকনাফে ৩১ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাঞ্জরপাড়া সোনা মিয়ার দোকানের সামনে কক্সবাজার টেকনাফ মহাসড়ক থেকে অটোরিকশা (সিএনজি) ও বিদেশি মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে রফিকুল্লাহ ও একই এলাকার শামশুল আলমের ছেলে নুরুল আবছার।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের থেকে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলেও স্বীকার করে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে৷


আরো খবর: