কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় পাহাড়ি অস্ত্রধারীরা তিন বনকর্মীকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের নেচার পার্কের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন– টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।
অপহরণের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘বন থেকে আমার তিন কর্মী নিখোঁজ রয়েছে। ধারণা করছি, পাহাড়ি অস্ত্রধারীরা তাদের ধরে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পাহাড়ে তাদের উদ্ধারের চেষ্টা করছি।’
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, ‘দুপুর থেকে তিনজন বন পাহারাদার নিখোঁজ আছে। তবে আমাদের ধারণা, তাদের অপহণ করা হয়েছে। তাদের উদ্ধারে বিজিবি, পুলিশ ও র্যাবের একটি দল পাহাড়ে কাজ করছে। এ ঘটনার রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।’
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, ‘অপহৃত তিন বনকর্মীকে উদ্ধারে পাহাড়ে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।’