শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে গর্জন বাগান থেকে নারীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৬ মে, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের গর্জন বাগানে পড়েছিল নুরুন্নাহার (৩৫) নামে এক নারীর লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করেন।

নিহত নারী উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজ পুরা গ্ৰামের বাসিন্দার মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে ও মৃত আবুল কাশেমের স্ত্রী ।

রোববার রাত আটটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গর্জন বাগান এলাকা থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ ।

ছৈয়দুল আমিন ও নুরুল মোস্তফা জানান, গর্জন বাগান থেকে উদ্ধার করা মৃতদেহটি আমাদের বোন নুরুন্নাহারের।

তারা বলেন,বোনের ছেলে রুবেল সকালে ভাত খেয়ে নৌকায় করে সাগরে মাছ শিকারে যান। তার ছেলে রুবেলকে ভোররাতে ভাত রান্না করে দেওয়া জন্য ঘুম থেকে উঠেন এবং ভাতও রান্না করে দেন।

রুবেলকে সাগরে যাওয়ার জন্য বের করে দেন এবং তিনি নিজেও কাজের সন্ধানে বের হয়ে পড়েন। কাজ শেষে নুরুন্নাহার প্রতিদিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসেন।

তবে সকাল থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় দু’ভাই ও কয়েকজন লোকজন মিলে বোনের খোঁজে বের হয়।

অনেক খোঁজাখুঁজির পর তার বাড়ি থেকে হাজার ফুট দূরে জাহারপুরা গর্জন বাগানের পাহাড়ি এলাকায় মাটিতে পড়ে থাকা অবস্থায় একজন নারীর লাশ দেখতে পাওয়া যায় এবং ওই নারী আমাদের বোন নুরন্নাহার।

পরে বিষয়টি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, লাশটির শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন থাকায় স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। তবে সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আজ সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো খবর: