কক্সবাজারের টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইসসহ উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান (বিএন) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময় সমুদ্র সৈকত পার হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেওয়া হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটির হাতে থাকা ব্যাগটি ঝাউ বাগানে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে ঝাউ বাগান তল্লাশী করে একটি কালো রংয়ের ব্যাগে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।
তিনি আরো জানান,জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।