হেলাল উদ্দিন, টেকনাফ :: সীমান্তে অক্টোবর মাসে বিজিবি অভিযান পরিচালনা করে ২৩ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ২৫০ টাকার ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, বিয়ার, মদ ও চোরাই পন্য উদ্ধার করেছে। এসব উদ্ধারের ঘটনায় ২ জনকে পলাতক আসামি করা হয়।
৪৩ জনকে আটক করেছে। মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধারের ঘটনায় ৫৫টি মামলা দায়ের করেছে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, অক্টোবর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৪ লাখ ৯৯ হাজার ৩২৯ পিস ইয়াবা বড়ি জব্দ করে ইয়াবার আনুমানিক মূল্য ১৪ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৭শ টাকা। এইসব ইয়াবা জব্দের ঘটনায় ৩৩ মামলায় ৩ জনকে পলাতক আসামি করা হয় এবং ৩৪ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ৭ কোটি ৫১ লাখ ২১ হাজার ৫শ টাকার মূল্য মানের মিয়ানমারের ১১৪ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ, ৯০ লিটার চোলাই মদ, ১২০ বোতল ফেন্সিডিল ও ক্রিস্টাল মেথ আইস দেড় কেজি জব্দ করা হয়।
এসব জব্দের ঘটনায় ৬টি মামলায় ৭ জনকে আটক করা হয়েছে।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ লাখ ৩৫ হাজার ৫০ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। এসব জব্দে ১৪টি মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় তিনটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।