বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে ৪টি অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি :

টেকনাফে নুরালী পাহাড় হতে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নুরলী পাড়া পাহাড়ে ১৬ এপিবিএন এর ৮০ জনের একটি কমান্ডো টিম ড্রোন অভিযান চালায়। এসময় পাহাড়ের গুহা থেকে ৪টি দেশীয় তৈরী অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গুলো রোহিঙ্গা ডাকাতেরা লুকিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।


আরো খবর: