কক্সবাজারের টেকনাফ উপজেলায় লেদা পাহাড়ি এলাকায় ৭০-৮০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে ওই হাতির মৃত্যু হয়।
টেকনাফ বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বয়সের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এটির বয়স ৭৫ থেকে ৮০ বছর হতে পারে। মৃত হাতির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, ‘রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। আজকে হাতির মৃত্যুর খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারের কাজ চালিয়েছে।’