শিরোনাম ::
ঝিনাইদহের সাবেক ২ এমপির অন্তর্বর্তী জামিন ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত ৩০০ গরু ও ছাগলকে টিকাদান রামুর দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কেটে পানের বরজ, জানেনা বন বিভাগ চকরিয়ায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই পলাতক আসামি গ্রেফতার ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ চকরিয়ায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির ম্যানেজারসহ ১০ ঘন্টার ব্যবধানে তিনজন নিহত ঈদগাঁওতে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই উখিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

আব্দুস সালাম,টেকনাফ::
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

এ বিষয়টি করেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা উপজেলা যুব লীগের সভাপতি নুরুল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ ও তাঁর ছেলে দিদার মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন, টেকনাফ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম ও টেকনাফ পৌরসভা কুলাল পাড়া এলাকার আবু ছিদ্দিক আবু।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হ্নীলা ইউনিয়নের মহিলা মেম্বার মর্জিনা আক্তার ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক গোলাপজান আক্তার মনোনয়ন ফরন জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে আগামী ৫ মে রবিবার।

উল্লেখ্য মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার। প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে বুধবার।


আরো খবর: