হুমায়ূন রশিদ : টেকনাফে বঙ্গোপসাগর উপকূলে বোট থেকে নামিয়ে দেওয়া মাদক কারবারী কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ও ৩জন সহযোগীসহ গ্রেফতার।
সুত্র জানায়,৫ সেপ্টেম্বর রাতের প্রথম প্রহর দেড়টারদিকে মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এর লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানিক দল অভিযানে যায়। কিছুক্ষণ পর মুন্ডার ডেইল ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ৪জন ব্যক্তিকে নামতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। বোট থেকে নেমে যাওয়া ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মোঃ ইয়াছিন (৩৬) কে একটি পলি ব্যাগ ও ৩জন সহযোগীসহ গ্রেফতার করে। সংশ্লিষ্ট দপ্তর তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি। পরে পলিব্যাগটি তল্লাশী করে ২৮হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###