শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টাকা আদায়ে ধরনায় বসছেন মমতা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩


কলকাতা, ২১ মার্চ – ভারতের রাজধানী দিল্লিতে ধরনায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যটিকে বিভিন্ন খাতে প্রাপ্য অর্থ না দেওয়ার প্রতিবাদে আগামী ২৯ মার্চ ও ৩০ মার্চ দিল্লির বিআর আম্বেদকর ভাস্কর্যের সামনে ধরনায় বসবেন তিনি। মঙ্গলবার (২১ মার্চ) উড়িষ্যা যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দাঁড়িয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি অভিযোগ করে বলেন, ১০০ দিনের কাজ করার পরেও প্রাপ্য টাকা আমরা পাইনি। আবাস যোজনা, সড়ক যোজনা- কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। যেসব প্রকল্পের কাজ এখানে হয়ে গেছে, সেসব প্রকল্পের টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।

এরপর মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ছয় মাস আগে আমি নিজে প্রধানমন্ত্রীকে এই বঞ্চনার কথা জানিয়েছি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে বৈঠক করতে এসেছিলেন। তখন তাকেও এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়া একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারপরেও কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না।

মমতা আরও বলেন, ১০০ দিনের কাজের শ্রমিকদের মজুরি বাবদ সাত হাজার কোটি রুপি রাজ্যের পাওনা। শ্রমিকরা কাজ করেছেন, কিন্তু তাদের মজুরি আটকে রেখেছে দিল্লি। আমাদের মোট পাওনার পরিমাণ ১ লাখ ১৫ হাজার কোটি রুপি।

পশ্চিমবঙ্গ বঞ্চনার শিকার হচ্ছে অভিযোগে করে তৃণমূল সুপ্রিমো বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে শংসাপত্র পেয়েছি। তারপরেও কেন বঞ্চনার শিকার হতে হবে? বাংলাকে বঞ্চনার প্রতিবাদে, বাংলাকে লাঞ্ছনার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের পক্ষপাতিত্ব-একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমি ধরনায় বসবো। ২৯ মার্চ দুপুর ১২টা থেকে দিল্লির আম্বেদকর ভাস্কর্যের সামনে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসবো। চলবে ৩০ মার্চ সন্ধ্যা ৭টা পর্যন্ত। তারপর ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ মার্চ ২০২৩


আরো খবর: