নয়াদিল্লি, ১৪ এপ্রিল – ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েলর মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার এমন ইঙ্গিতই দিয়েছেন।
সম্প্রতি ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা নয়াদিল্লি সফরে এসে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছিলেন, সেপ্টেম্বরে ভারতে জি২০-এর শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হোক।
এ প্রসঙ্গে অরিন্দম বলেছেন, ‘জি২০-তে কারা আমন্ত্রিত, তা এর আগেই জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সেই তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’
তাৎপর্যপূর্ণভাবে, কোয়াত্রার সেই তালিকায় ছিল না ইউক্রেনের প্রেসিডেন্টের নাম।
কূটনৈতিক সূত্রের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনও পর্যন্ত জি২০-র পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক যথেষ্ট সফল হয়নি। সম্ভব হয়নি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা। শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রধানদের পাশাপাশি ভারতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। স্বাভাবিকভাবেই, এই আসরে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে সম্মেলন কার্যত ভেস্তে যেতে পারে। আয়োজক এবং সভাপতি রাষ্ট্র হিসেবে ভারত কখনওই তা চাইবে না বলে কূটনৈতিক শিবির মনে করছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ এপ্রিল ২০২৩