বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ, যে মন্তব্য করলেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ১২ ফেব্রুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন আজ প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বাংলাদেশে ২৪-এর গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে। খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডদের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এ রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই।’

জামায়াত আমির লেখেন, ‘মজলুমের পক্ষে নয় বরঞ্চ মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। সময়ের দাবি, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি লিখেছেন, ‘আজ প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর পরিদর্শন করেছেন। জাতির সামনে ফ্যাসিস্টদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর। কার্যত এটি ছিল আওয়ামী বাকশালীদের টর্চার সেল।’

তিনি আরও লেখেন, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবুল কাসেম (২০)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: