শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জাতিসংঘ কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা ইসরায়েলের

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
জাতিসংঘ কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা ইসরায়েলের


জেরুজালেম, ২৮ ডিসেম্বর – ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন– হামাসের ‘সহযোগী’ আখ্যায়িত করে জাতিসংঘের কর্মীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা দেয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

সম্প্রতি এই সিদ্ধান্তের ঘোষণা দেন ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১২
তিনি বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে জাতিসংঘের কর্মকর্তাদের নিন্দা করেন তিনি।

তেল আবিব বলেছে, জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কর্মীরা ভিসার অনুরোধ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না বরং ভিসার বিষয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করে দেখা হবে।

ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি বলেন, জাতিসংঘের যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী হামাসের সাথে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে তাদের সাথে ইসরায়েল কাজ করা বন্ধ করে দেবে। ইসরায়েল তার মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩





আরো খবর: