মুম্বাই, ১৯ নভেম্বর – এক ফ্রেমে আর সেভাবে দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। যেন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে। অবশ্য এই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।
এদিকে মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। ঐশ্বরিয়ার সঙ্গেই সারাক্ষণ দেখা যায় তাকে। এমন পরিস্থিতিতেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে গিয়ে বাবার গুরুত্ব বোঝালেন অভিষেক বচ্চন। আর ছেলের কথা শুনে ছলছল করে উঠল অমিতাভ বচ্চনের চোখ।
সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তার জীবন দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়।
যাদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়। এই সিনেমার প্রচার করতেই পরিচালককে সঙ্গে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে যান অভিষেক।
মজা করতে ভালোবাসেন অভিষেক। কেবিসিতেও তার ব্যতিক্রম হল না। জানান, বাড়িতে সবাই যখন একসঙ্গে খাবার খাওয়া হয়, কেউ কোনো প্রশ্ন করলেই সমবেতভাবে ‘সাত কোটি’ (কেবিসির পুরস্কার) বলা হয়। হাসিমজা করতে করতেই আবেগপ্রবণ হয়ে যান অভিষেক।
আগামী ২২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’। শোনা যায়, এই ছবির জন্য অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।
আইএ/ ১৯ নভেম্বর ২০২৪