কক্সবাজারে অস্ত্রের মুখে ৫ পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এ ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেনে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এর আগে, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে ঐ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নুর কামাল, নুরুল ইসলাম এবং ফারুক।
ভুক্তভোগী আসিফ বলেন, কয়েকজন বন্ধু মিলে আমরা শুক্রবার সকালে সৈকতের লাবনী পয়েন্টে যাই। সেসময় ৫-৬ জন অস্ত্রধারী আমাদের ঘিরে ধরেন। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ভয় দেখিয়ে মুঠোফোন ও নগদটাকাসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেন।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করা হয়। এখন পর্যন্ত তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তারা ঘটনায় সম্পৃক্ত। ভুক্তভোগীরা এদের চিহ্নিত করেছেন।