শিরোনাম ::
উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডি সম্পর্কে যা জানা গেল প্রস্তুত না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক? নারীর শারীরিক গঠন নিয়ে মন্তব্যও যৌন হয়রানি নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ১% প্রণোদনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী পাঠ্যপুস্তকের বিতর্ক নিরসনে গুরুত্ব দেয়া হয়েছে কুয়েত সফরে জামায়াত আমির শফিকুর রহমান
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চেক প্রতারণা মামলায় কারাগারে সাবেক ওসি

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩


চট্টগ্রাম, ১৪ জুন – চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় পুলিশের সাবেক ওসি কাজী রাকিব উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। এর আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কারাগারে যাওয়া কাজী রাকিব উদ্দিন সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলার রুমা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিনি ৫২ লাখ টাকার চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

মামলার বাদী পক্ষের আইনজীবী জুলফিকার আলী ভুট্টো বলেন, ৫২ লাখ টাকার চেক প্রত্যাখ্যান মামলায় পুলিশ অফিসার রাকিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৫২ লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিনের সঙ্গে ডবলমুরিং এলাকার শামীমা আক্তার নামের এক নারীর পরিচয় হয়। ২০২১ সালের শুরুর দিকে পরিচয়ের সূত্রে শামীমার কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন রাকিব। পরে ওই টাকা ফেরত চাইলে শামীমাকে ২০২১ সালের ১৮ আগস্ট ৫২ লাখ টাকার একটি চেক দেন তিনি। চেকটি সোনালী ব্যাংক বান্দরবান শাখায় জমা দিলে ওই বছরের ৩১ আগস্ট ডিজঅনার হয়। এরপরও নির্দিষ্ট সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় ২০২১ সালের ৩১ অক্টোবর শামীমা আক্তার বাদী হয়ে রাকিবের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জুন ২০২৩


আরো খবর: