শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাটবাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং এবং নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে গতকাল বুধবার সকালে আবারও অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলামের নেতৃত্বে আদালত চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগে মাছ মাংস ও তরকারি বিক্রেতা পাঁচ দোকানী ৯ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালতের অভিযানের সময় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য এবং আদালতের পেশকার উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো; ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজার মনিটরিং ও অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারের মাছ মাংস ও তরকারি দোকানী পাঁচ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, হাটবাজারে নিত্যপন্য ও তরিতরকারি বিক্রিতে যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। গতকাল অভিযানে বাজারের সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাগবে জনস্বার্থে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার স্থিতিশীল রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: