বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ঘটনাবিহীন মামলা প্রত্যাহার দাবীতে প্রেসক্লাব নেতৃবৃন্দের আল্টিমেটাম

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ চকরিয়া প্রতিনিধি প্রতিবাদী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে এক নারী কাউন্সিলারের ঘটনাবিহীন মামলা দায়ের নিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবীতে প্রেসক্লাব নেতৃবৃন্দ আল্টিমেটাম দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সারাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকিবেন।

অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের অসহায় মহিলা হামিদা বেগমের ৪বছর বয়সি এক শিশু কন্যাকে ভাড়া বাসা মালিকের ছেলে কর্তৃক ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড হয়। ঘটনার পর ভাড়া বাসা থেকে নিজের মালামাল উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদেশ দেওয়া সত্ত্বেও স্থানীয় ৪,৫ ও৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন ফোরকান তা অমান্য করে পৌরসভা কার্যালয়ে জব্দ করে রাখেন। এমনকি বাদী হামিদা বেগমকে পৌরসভায় গত ৭জুন বিকেলে ডেকে নিয়ে প্রকাশ্যদিবালোকে বেধম মারধর করেন। এঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করলে স্থাণীয় সাংবাদিক হিসেবে সংবাদ প্রচারে অসহায় বাদীকে সহযোগিতা করেন সাংবাদিক মোহাম্মদ উল্লাহ। উক্ত বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ক্ষিপ্ত ও ক্ষুদ্ধ হয়ে কথিত শ্লীলতাহানীর অভিযোগে গত ১১জুন রাতে চকরিয়া থানায় কোন ধরণের ঘটনা বিহীন মামলা (নং ২১,জিআর ২৯৪/২২) দায়ের করেন অভিযুক্ত নারী কাউন্সিলর ফারহানা ইয়াসমিন ফোরকান।
এদিকে, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সংবাদ চকরিয়া প্রতিনিধি প্রতিবাদী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে কুচক্রি মহলের ইন্ধনে সাজানো ও মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে সাংবাদিকরা অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাধ্য হবেন এবং সারাদেশ ব্যাপী লাগাতার কর্মসূচি দেবেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দায়েরকৃত মামলার বিষয়টি অধিকতর তদন্ত চলছে। মামলাটি তদন্তের জন্য ইন্সপেক্টর (তদন্ত) মো: জুয়েল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া না গেলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।##


আরো খবর: