শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির ম্যানেজারসহ ১০ ঘন্টার ব্যবধানে তিনজন নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে ১০ ঘন্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় ওষুধ কোম্পানি বায়োফার্মার স্থানীয় ম্যানেজারসহ তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাত দশটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং দ্বীনি মাদরাসা এলাকায় লরি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী দুই যুবক। অপরদিকে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের নরবিলা ডলমপীর মাজার গেইট এলাকায় ইট বোঝাই ডাম্পার ট্রাকের চাপায় মারা গেছেন মোটর সাইকেল আরোহী ওষুধ কোম্পানির ম্যানেজার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুইটি দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ১০ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক ঘটনাস্থলে নিহত হন ।
নিহতরা হলেন রিফাত (২৪) ও সোহেল (২৫)। তাঁরা দুইজনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। নিহতরা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমূখে যাচ্ছিলেন।

তিনি বলেন, গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়া নরবিলা ডলমপীর মাজার গেইট এলাকায় ইট বোঝাই একটি ডাম্পার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানি বায়োফার্মার চকরিয়া উপজেলা ম্যানেজার বোরহান উদ্দিন (৪০) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী আরও দুইজন।

আহতরা হলেন সোনালী ব্যাংক চকরিয়া শাখার ব্যাবস্থাপক গিয়াস উদ্দিন (৪৩) , বায়োফার্মার টেরিটোরি অফিসার আজমগীর (৪৮)। হতাহত তিনজনই পেকুয়া উপজেলা শীলখালী ইউনিয়নের বাসিন্দা। পরিবার সদস্যরা জানিয়েছেন, গতকাল সকালে তারা তিনজন পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল চকরিয়ায় যাচ্ছিলেন।

হাইওয়ে থানার ওসি বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত সোনালী ব্যাংক ম্যানেজার গিয়াস উদ্দিনকে গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

ওসি মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনা কবলিত ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে শনিবার রাতে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক লরি গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি

নিহত তিনজনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইন অনুযায়ী জড়িত পরিবহন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ##


আরো খবর: