শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মোটর সাইকেল আরোহীর হেফাজত থেকে পাঁচটি বন্দুক উদ্ধার, দুইজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এম জিয়াবুল হক ,চকরিয়া::
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিলে
অভিযান চালিয়ে ৫টি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ জুন) রাতে র‌্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া বদরখালী মহেশখালী সড়কের উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার সড়কে এ অভিযান পরিচালনা করেন।

গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় গ্রেফতারকৃত দুইজনের হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান, একটি ওয়ান শুটার থ্রী কোয়ার্টার গান, তিনটি দেশীয় তৈরী এলজি এবং দুই রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার আলহাজ্ব আবদুল হাকিম এর ছেলে মোঃ মোকাদ্দেস (৪০) ও পুর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডেে কবির আহমদ এর ছেলে মোঃ শেফায়েত মিয়া (১৯)।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে চকরিয়া বদরখালী মহেশখালী সড়ক হয়ে মোটর সাইকেল যোগে দুই ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট/অস্ত্র-গোলাবারুদসহ চকরিয়ার দিকে যাচ্ছে। গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে ওইসময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ওই সড়কের উপর তাৎক্ষণিক অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে একটি মোটর সাইকেল সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল মোটর সাইকেলটি (যার রেজিঃ নংঃ চট্ট মেট্রো-ল-১৮-১১৫৪) জব্দ করণসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ ও সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে তাদের হেফাজত থেকে ০১টি ওয়ান শুটারগান, ০১টি ওয়ান শুটার থ্রী কোয়ার্টার গান, ০৩টি দেশীয় তৈরী এলজি এবং ০২ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করেন।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের মিডিয়া সেল এর পরিচালক বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গতকাল বৃহস্পতিবার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার চক্রবর্তী বলেন, এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।##


আরো খবর: