শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মসজিদে নামাজ পড়তে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু, মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় মসজিদে নামাজ পড়তে গিয়ে হার্ট অ্যাটাক করে নুরুল ইসলাম (৬২) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আটটার দিকে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মসজিদের বাথরুম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার আবদুল হাকিম এর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া মসজিদের মুসল্লী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, বৃদ্ধ নুরুল ইসলাম গতকাল শুক্রবার থানা সেন্টার মসজিদে এশার নামাজ পড়তে যান।
নামাজ শেষে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি বাথরুমে যান। পরবর্তী সময়ে অন্য মুসল্লীর বাথরুম সাড়তে গেলে তাকে সেখানে পড়ে থাকতে দেখে বিষয়টি আমাকে জানান। এরপর পুলিশ পাঠিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

মসজিদের মুসল্লী ও স্থানীয় লোকজন জানিয়েছেন,
বাথরুমে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূইয়া বলেন, এব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নিয়ে যেতে বলা হয়েছে। ##


আরো খবর: