শিরোনাম ::
মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২ চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, মাদক বিক্রেতা গ্রেফতার উখিয়ার মেরিন ড্রাইভে মোটর সাইকেল দূর্ঘটনায় অস্টেলিয়ান নাগরিক নিহত বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা মিয়ানমার থেকে বিপুল ইয়াবা ও অস্ত্র-গুলি আনার সময় জব্দ,এক ডাকাত আটক মহেশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার রামুতে নিত্য পণ্যের বিনিময়ে সংগ্রহ হলো ৩ মেট্রিক টন প্লাস্টিক রামুতে আপন ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া;;

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে দোকানের মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব ওই এলাকার সাহাব মিয়ার ছেলে।

গতকাল দুপুরে চকরিয়া সরকারি হাসপাতালে তৈয়বের বড় ভাই মিলন বলেন, রোববার সকালে আমাদের বসতভিটা লাগোয়া ইটের তৈরি নতুন দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় তৈয়বের মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ লাইনের একটি তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়।

তবে ধারণা করা হচ্ছে, তৈয়ব ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে নেয়ার পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #


আরো খবর: