শিরোনাম ::
মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২ চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, মাদক বিক্রেতা গ্রেফতার উখিয়ার মেরিন ড্রাইভে মোটর সাইকেল দূর্ঘটনায় অস্টেলিয়ান নাগরিক নিহত বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা মিয়ানমার থেকে বিপুল ইয়াবা ও অস্ত্র-গুলি আনার সময় জব্দ,এক ডাকাত আটক মহেশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার রামুতে নিত্য পণ্যের বিনিময়ে সংগ্রহ হলো ৩ মেট্রিক টন প্লাস্টিক রামুতে আপন ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া::

চকরিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন।

দণ্ডিত দুইটি বেকারির মধ্যে বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা এবং চিরিঙ্গা ইউনিয়নের মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার এর পরিদর্শক রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছুর এর নেতৃত্বে থানার পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো.এরফান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা লঙ্ঘন করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, একই সময়ে আদালত কযেকটি ফিলিং স্টেশন, নির্মাণ সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপি, ভেজাল তৈল বিক্রি করা হচ্ছে কীনা যাছাই করা হয়। এসময় দোকান মালিক এবং সংশ্লিষ্টদের উল্লেখিত বিষয়ে বিশেষভাবে সর্তক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ##


আরো খবর: