শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় বাড়ির পাশ দিয়ে নির্মিত ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ায় ড্রেনের সেচ পানিতে ডুবে তিন বছর বয়সী আবদুর রহমান আসাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্র“য়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পাহাড়তলী এলাকায় বাড়ির পার্শ্ববর্তী সেচ ড্রেনে এ ঘটনা ঘটে। শিশু আসাদ একই এলাকার আবদুস শুক্কুরের ছেলে।

নিহত শিশু আসাদের চাচা আলী আকবর বলেন, বাড়ির পাশ দিয়ে নির্মিত সেচ ড্রেনের পাশে কয়েকজন শিশু খেলা করছিল। খেলার ফাঁকে আসাদ ড্রেনে নেমে পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে।

এসময় তাকে খুঁজে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষনা করেন। স্থানীয় ৯নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু নঈম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো খবর: