শিরোনাম ::
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় বাড়ির ছাদে উঠে আম পাড়তে গিয়ে পা-পিছলে পড়ে গৃহবধূর মৃত্যু

এম জিয়াবুল হক, চকরিয়া::
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় শশুর বাড়িতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারহানা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পৌঁনে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় ঘটেছে এ ঘটনা৷ নিহত ফারহানা ইউনিয়নের রংমহল এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকালে শশুর বাড়ি রংমহলে দ্বিতল বিশিষ্ট নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদে উঠে লম্বা বাঁশ দিয়ে গাছ থেকে কাঁচা আম পাড়ছিল গৃহবধূ ফারহানা। এসময় একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে মাটিতে পড়ে যায়।
তাৎক্ষণিক শশুর বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে গৃহবধূ ফারহানাকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

নিহতের শশুর নুরুল কবির নুরু বলেন, আমার পুত্রবধূ ফারহানার সাথে কারো কোন বিরোধ বা মনোমালিন্য ছিল না। তার চালচলনে বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা সবাই সন্তুষ্ট ছিল। গতকাল পরিবার সদস্যদের অজান্তে ফারহানা বাড়ির ছাদে আম পাড়তে উঠে অতর্কিত অবস্থায় মাটিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানার পিতা ফরিদ আলম বলেন, আমার মেয়ে শশুর বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকতো, তেমনিভাবে পিতার বাড়িতেও হাসিখুশি থাকতো। আমরা তাঁর এভাবে মৃত্যু হবে কল্পনাও করিনি।

এলাকাবাসী জানান, বিগত আট মাস আগে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার ফরিদ আলমের মেয়ে ফারহানা আক্তারের সাথে আনুষ্ঠানিক বিয়ে হয় ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার নুরুল কবির নুরুর ছেলে প্রবাসি কামাল উদ্দিনের সাথে।
বিয়ের কয়েকমাস পর স্বামী কামাল মালয়েশিয়া চলে যায়। এ পর্যন্ত গৃহবধূ ফারহানার সাথে শশুর বাড়ির লোকজন ও প্রতিবেশী কারো সাথে বিরোধ ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। তিনি বলেন গৃহবধূর মৃত্যু নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ জানায়নি। তবে আম পাড়তে গিয়ে বাড়ির ছাদ থেকে গৃহবধূ পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বাড়ির ছাদে আম পাড়তে গিয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে এব্যাপারে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##


আরো খবর: