সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় পিকআপ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২০ মে, ২০২২

এম জিয়াবুল হক, চকরিয়া::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদ রাজধানী ঢাকার উত্তর খান এলাকার অহিদুর রহমানের ছেলে।

চিরিঙ্গা হ্ইাওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গত সোমবার ঢাকার উত্তরখান এলাকা থেকে ৬ বন্ধু মিলে ৬ মোটর সাইকেলযোগে কক্সবাজার বেড়াতে আসেন। শুক্রবার ঢাকা ফেরার পথে মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় পৌঁছলে দুপুর সাড়ে ১২টার দিকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী ইমদাদ হোসেন।

তিনি আরো বলেন,ঘাতক পিকআপ ট্রাক জব্দ রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: