বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগের দলীয় অফিস উচ্ছেদ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ছিকলঘাট স্টেশনে জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভেঙে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ অফিসটি উচ্ছেদের পর কোটি টাকা মুল্যের সরকারি জমি আয়ত্বে নিয়েছেন জেলা প্রশাসন ।

গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা পরিষদের এ জমি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা যায, চকরিয়া উপজেলা লক্ষ্যারচর মৌজায় ছিকলঘাট স্টেশন এলাকায় বি এস ৭ নম্বর খতিয়ানে দুই দাগে কোটি টাকা দামের ৪০ শতক জমির মালিক কক্সবাজার জেলা পরিষদ।

সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘ কয়েকবছর আগে স্থানীয় একটি মহল লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে জেলা পরিষদের জমিতে অফিস নির্মাণ করে অবৈধভাবে দখলে রাখেন।

এ অবস্থার প্রেক্ষিতে গতকাল বুধবার সকালে কক্সবাজার জেলা পরিষদের প্রকৌশলী, সার্ভেয়ার, থানা পুলিশের একটি টিমকে সঙ্গে নিয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: এরফান উদ্দিন লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট স্টেশন এলাকাস্থ কাকারা ইউনিয়ন ভূমি অফিসের পাশে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের অফিস ঘরটি উচ্ছেদ করে সরকারের কোটি টাকার জমি বেদখলমুক্ত করেছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন। তিনি বলেন, ছিকলঘাট স্টেশন এলাকার অফিসের ওই জমি রেকর্ডপত্র অনুযায়ী কক্সবাজার জেলা পরিষদ।

জেলা পরিষদ থেকে তাদের বেদখল হওয়া জমি উদ্ধারে জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চান। এরই প্রেক্ষিতে ছিকলঘাট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সরকারি কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে। একইভাবে উপজেলার সর্বত্রে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ##


আরো খবর: