শিরোনাম ::
গুমের সাথে জড়িত ২০ সরকারী কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ আরো নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উখিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন চকরিয়ায় ইট তৈরির মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু অবশেষে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের কৃতিসন্তান সাইফুল্লাহ রামুতে ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের অবহিতকরণ সভা কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আলোচিত সেলিম উদ্দিন ও
শফিউল আলম চৌকিদার খুনের মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপের চিংড়িজোন এলাকা থেকে চকরিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার সাহাব মিয়া ছেলে আমির হোসেন (২৩) ও একই এলাকার গোলাম কবিরের ছেলে রুহুল কাদের (২৪)। পুলিশ জানিয়েছে, তাঁরা দুইজনই চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার আলোচিত ডাবল মার্ডার মামলার পরোয়ানাভুক্ত আসামি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, থানার এসআই মোস্তাকিম হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মানিকপুর এলাকার আলোচিত সেলিম উদ্দিন ও চৌকিদার শফি আলম হত্যা (ডাবল মার্ডার) মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাবল মার্ডার মামলার আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে মামলার শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত: চলতিবছরের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া নবীন ক্লাব এলাকার একটি দোকানের ভেতরে বসা অবস্থায় সেলিম উদ্দিন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার শফিউল আলমকে কুপিয়ে ও গুলি করে জখম করে। পরে রাতে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে গুরুতর আহত সেলিম উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেযার পথে শফিউল আলম চৌকিদার মারা যান।

এ ঘটনায় ১৯ এপ্রিল নিহত শফিউল আলমের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে স্থানীয় ইউপি মেম্বার চিহ্নিত সন্ত্রাসী জাহেদুল ইসলামসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন।
তবে জোড়া খুনের মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী জাহেদ মেম্বার এখনো গ্রেফতার হয়নি। ##


আরো খবর: