নিজস্ব প্রতিনিধি,চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় মোটরবাইককে বাঁচাতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাস থেকে রক্ষা পাওয়া বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে বাইক চালক নিহত ও সংঘর্ষে ৪ বাস যাত্রী আহত হয়েছে। আহতদের মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল ২টার দিকে ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক চালক রায়হান (১৯) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা মো. শাহাবউদ্দিনের ছেলে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া এক মোটরবাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস থেকে রক্ষা পাওয়া মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বাইক চালক রায়হান মারা যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত রায়হানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##