নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের শাহ্ সুফি জামে মসজিদের ওজুখানা নির্মাণ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শ্রমিক হোছাইন আলম সিকদারের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবার নিয়ে সমবেদনা জানান স্থানীয় সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এসময় তিনি ব্যক্তিগত তহবিলের উদোগে নিহতের পরিবার সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
গত মঙ্গলবার (২৯ আগস্ট) সাহারবিল মধ্যমপাড়া জামে মসজিদে স্বেচ্ছায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে মো. হোছাইন আলম সিকদার (২৬) নামের ওই যুবকের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হতভাগ্য হোছাইন মধ্যমপাড়া গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন
সাহারবিল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ‘হোছাইন খুবই মিশুক স্বভাবের লোক ছিলেন। তিনি মসজিদের কাজ স্বেচ্ছায় করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ততদিন আমি তাঁর পরিবারের পাশে থাকব।’