শিরোনাম ::
পেকুয়ায় ফসলি জমিতে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদন্ড পেকুয়ায় ইক্বরা স্পোর্টস কার্নিভাল সম্পন্ন কনসার্টে শব্দ দূষণ, জরিমানা গুনতে হবে দিলজিতকে আবারও এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ডব্লিউএফপি বাংলাদেশে মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চার জেলায় নতুন এসপি – DesheBideshe বাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট, পেয়েছেন শান্তিতে নোবেল পঞ্চগড়ে আবারও ১০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা ভিডাব্লিউবি কার্ডধারীদের টিপসই জালিয়াতি, জুন মাসের চাল ডিসেম্বরও বিতরণ না করে হরিলুট নৌকার চেয়ারম্যানের
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঘূর্ণিঝড় সিত্রাং কবলে পড়ে টেকনাফ এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ঘূর্ণিঝড় সিত্রাং কবলে জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামে এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
শৌমিং মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দা। তিনি ‘যাবুঅং’ নামের জাহাজটির বাবুর্চি ছিলেন।মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চাল, আদা, আচার, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে এসেছিল যাবুয়াং নামের জাহাজটি। ওই জাহাজে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। গতকাল জাহাজটি মিয়ানমারে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি। জাহাজের বাবুর্চি শৌমিং রাতে রান্নার কাজ শেষ করেন। পরে খাবার বিতরণের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় জাহাজের দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, খাবার বিতরণের সময় জাহাজের দোতলা থেকে পড়ে মিয়ানমারের ওই নাগরিকের মৃত্যু হয়েছে। আজকে মরদেহ মিয়ানমারে নিয়ে যাওয়া হবে।


আরো খবর: