শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯৫০০ ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ এক অভিযান চালিয়ে ১৯ হাজার ৫০০ পিচ ইয়াবা টেবলেট, মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ একজন মাদককারবারীকে গ্রেফতার করেছে।

সোমবার ১৪ ফেব্রুয়ারী রাত ৮ টা ১৫ মিনিটের দিকে রামু’র জোয়ারিয়ানালা ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও রামু বাইপাস সড়কের সংযোগস্থলে রাস্তার উপর হতে গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের লোহাগাড়ার সুখছড়ি (হাজির পাড়া) ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদেরের পুত্র মোঃ তালিম উদ্দিন মুন্না (৩০) কে আটক করে। পরে আটককৃত মোঃ তালিম উদ্দিন মুন্না’র হেফাজত হতে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা টেবলেট ও মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে এবং উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


আরো খবর: