শিরোনাম ::
মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি


নয়াদিল্লি, ১২ নভেম্বর – বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি পুরস্কার। এবার গান লিখে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি বছর জুন মাসে মুক্তি পায় ‘অ্যাবানডান্স অব মিলেটস’-নামের গানটি। এ গানে মিলেট তথা বাজরার (এক ধরনের শস্য) গুণাগুণ বর্ণনা করেছেন মোদি।

গ্র্যামি পুরস্কার-২০২৪ এর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে গানটি। ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনি শাহ এবং তার স্বামী গৌরব শাহ গানটি গেয়েছেন।

শুক্রবার রাতে গ্র্যামির অফিসিয়াল পেজে এ গানটির মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। গত জুন মাসে মুক্তি পায় গান। সেই সময় ফাল্গুনি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার স্বামী গৌরব এ গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে।’

গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’-এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনি। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় তার। মিলেট শস্যের উৎপাদন ভারতের বাজারে কীভাবে ক্ষুধা দূর করবে সে ভাবনা থেকেই গানটি লেখা। মিলেট চাষ দেশের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভজনক সে কথাও তুলে ধরেছেন।

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনি, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডোর ফিলসহ আরও অনেক বিখ্যাত শিল্পীর গান।

সূত্র: কালবেলা
আইএ/ ১২ নভেম্বর ২০২৩





আরো খবর: