শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়লো

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়লো


জেরুজালেম, ৩০ নভেম্বর – অবরুদ্ধ গাজা উপত্যকায় হাসাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি মেয়ার অতিরিক্ত একদিনের জন্য বাড়ানো হয়েছে। বৃস্পতিবার (৩০ নভেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির চুক্তির এই ঘোষণা দিয়েছেন।

দেড় মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক আগ্রাসনের পর শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এরপর মঙ্গলবার (২৮ নভেম্বর) শুরু হয় আরও দুদিনের যুদ্ধবিরতি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাতার ও মিসরের মধ্যস্থতায় আরও একদিন যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। এনিয়ে সাত দিনে গড়ালো যুদ্ধবিরতি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৬ হাজারই শিশু। বাস্তুচ্যুত হয় উপত্যকার বেশিরভাগ মানুষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ নভেম্বর ২০২৩



আরো খবর: