সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজায় নিহত ছাড়াল সাড়ে ১৩ হাজার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
গাজায় নিহত ছাড়াল সাড়ে ১৩ হাজার


জেরুজালেম, ২০ নভেম্বর – ৪৪তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে। এছাড়া আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মধ্যে ৫৫০০ শিশু ও ৩৫০০ নারী রয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের ১২০০ লোক নিহত হয়েছে। যদিও শুরুতে তারা নিহতের সংখ্যা ১৪০০ জানালেও পরে তা কমিয়ে ১২০০ জানায়। এছাড়া এ যুদ্ধে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন।

গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গতরাতে স্থল অভিযান ও গাজায় তাদের হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করেছে।

সেনাবাহিনীর এমন বক্তব্যের ফলে গাজায় স্থল অভিযানের মাত্রা আরও বাড়বে কিনা- তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এমন বক্তব্যের মাধ্যমে তারা স্থল অভিযানকে গাজার দক্ষিণে আরও অগ্রসর করতে পারে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে খান ইউনুসে লিফলেট বিতরণ করে ইসরায়েল। তারা সেখানকার বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেয়। ওই অঞ্চলে সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২০ নভেম্বর ২০২৩





আরো খবর: