শিরোনাম ::
ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু – DesheBideshe সাবেক স্বামীর কবর জিয়ারতের পর মুখ খুললেন পরীমণি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭০

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
গাজা থেকে পালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭০


জেরুজালেম, ১৪ অক্টোবর – ইসরায়েলের আলটিমেটামের মধ্যে গাজা ছাড়তে শুরু করেছে গাজার উত্তরাঞ্চলের মানুষ। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনী তাদের এলাকা ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। এরপর এলাকা ছাড়তে শুরু করেন সেখানকার বাসিন্দারা। তবে ফিলিস্তিনিদের পলায়নের এ বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা ছেড়ে পলায়নকালে তাদের বহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলেও জানায় হামাস।

আলজাজিরার প্রতিবেদক জানান, ইসরায়েলের আলটিমেটামের পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চল থেকে দক্ষিণের দিকে পালিয়ে গেছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে বার্তাসংস্থা রয়টার্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আলজাজিরার দুই সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া গাজায় হামলায় এখন পর্যন্ত ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে এ অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩০০ মানুষ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০০০ হাজার মানুষ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, যুদ্ধে সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। যার ফলে স্থানীয়রা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩





আরো খবর: