বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

খুনের অভিযোগে অভিনেত্রীর বোন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪


মুম্বাই, ০৩ ডিসেম্বর – আমেরিকায় গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুনের অভিযোগ আলিয়া ফাখরিকে গ্রেফতার করা হয়েছে।

আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আমেরিকার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটেছে।

পুলিশকে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছেন, এডওার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি।

নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের জীবন শেষ করেছে। এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন ধোঁয়ায় শ্বাস নেওয়া নিতে পারেনি এতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’

আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্দর ফকিরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন।

নার্গিসের যখন ছয় বছর বয়স, মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলে দেন নার্গিস। তবে কয়েক বছর থেকে অভিনয়ে আর তেমন সক্রিয় নন তিনি।

আইএ/ ০৩ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::খুনের অভিযোগে অভিনেত্রীর বোন গ্রেপ্তার first appeared on DesheBideshe.



আরো খবর: