শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

খুটাখালীতে এবার দিনদুপুরে গরু ও ছাগল চুরি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

সেলিম উদ্দীন, ঈদগাঁও::

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এবার দিনদুপুরে ২ টি গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুন বাগিচা গ্রামে এ ঘটনাটি ঘটে। চুরি যাওয়া গরু ও ছাগলের মূল্য প্রায় লাখ টাকা বলে জানায় ভুক্তভোগীর পরিবার।

অভিযোগে জানা গেছে, প্রতিদিনের মতো দিনের বেলায় গরুগুলোকে গোয়াল ঘর থেকে পাশ্ববর্তী গহীন বনে চড়ানোর জন্য বের করে দেন ঐ এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র ড্রাইভার আবু তাহের।

একইদিন বিকেলে গরুগুলোকে ঘরে ফেরাতে গিয়ে দেখেন গরু নেই। আশপাশে ও বনে বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরু না পেয়ে ঘটনাটি সে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়।

ভুক্তভোগী ড্রাইভার আবু তাহের জানান, গাভী ও ছাগল পালন করে তাঁর সংসার চলতো। ঐদিন বিকেলে চোরেরা বনে চড়ানো অবস্থায় তাঁর গরু ২টি চুরি করে নিয়ে গেছে। এর আগেরদিন চড়ানো অবস্থায় তার ২ টি সাদা রঙের ছাগলও চুরি করা হয়েছে। এঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গরু চুরির কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তিনি চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্তের জন্য চেষ্টা চালানো হবে বলে জানান।


আরো খবর: