ইমরান আল মাহমুদ:
উখিয়ায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
রবিবার(২০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টায় কুতুপালং ক্যাম্প-১ ইস্টে অভিযান চালিয়ে রোহিঙ্গা মোহাম্মদ ফারুক(২৬) এর বসতঘর হতে ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে রোহিঙ্গা আবু সামাদের ছেলে বলে জানা যায়।
পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ১৪এপিবিএন অধিনায়ক নাইমুল হক।