বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্যাম্পে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় এলজিসহ ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝিকে আটক করেছে ৮ এপিবিএন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ ইয়াসিন (৩৫) এর বসতঘরে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ পায়েল হোসেন এর নেতৃত্বে এসআই(নি:) নাছিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

এ সময় তার ঘরে রাখা সিমেন্টের বস্তার নিচ থেকে একটি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরী এলজি উদ্ধার করা হয় এবং মোহাম্মদ ইয়াসিনকে আটক করা হয়। সে ওই ক্যাম্পের ব্লক- বি/৫০ এর বাসিন্দা মোহাস্মদ ইসমাইলের ছেলে।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। এমনটি জানিয়েছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।


আরো খবর: