শহিদুল ইসলাম,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)এর বিট পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী সকাল ১০টার সময় বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আয়োজনে ক্যাম্প ২-ইষ্টে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন এতে সহকারি পুলিশ সুপার ও বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এমরানুল হক মারুফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন’)এর অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম। প্রধান অতিথি মোঃ নাইমুল হক পিপিএম বলেন ” রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর কোন অন্যায় অত্যাচার সহ্য করা হবে না। রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের তালিকা করা হয়েছে।
তালিকাভুক্ত প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। রোহিঙ্গা ক্যাম্পে অনাচার সৃষ্টিকারী একজন রোহিঙ্গাকেও ছাড় দেয়া হবে না।ক্যাম্পে কোন গ্রুপ থাকতে পারবেনা বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার কুতুপালং ক্যাম্প,পিযুষ চন্দ্র দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ও নৌকার মাঠ ক্যাম্প কমান্ডার প্রমুখ।