শিরোনাম ::
নারীর শারীরিক গঠন নিয়ে মন্তব্যও যৌন হয়রানি নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ১% প্রণোদনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী পাঠ্যপুস্তকের বিতর্ক নিরসনে গুরুত্ব দেয়া হয়েছে কুয়েত সফরে জামায়াত আমির শফিকুর রহমান কানাডাকে যুক্ত করে এবার যুক্তরাষ্ট্রের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প ব্যাংকে ডলারের সংকট নেই – DesheBideshe এবার ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করল সরকার উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কেন স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এই দম্পতি?

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪
কেন স্বেচ্ছায় মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এই দম্পতি?


আমস্টারডাম, ২৯ জুন – ইউরোপের দেশ নেদারল্যান্ডসে একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন জ্যান (৭০) এবং ইলস (৭১) নামের এক দম্পতি। দীর্ঘ ৫০ বছর ধরে একেঅপরের সঙ্গে ছিলেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২৯ জুন) জানিয়েছে, জুনের শুরুতে একসঙ্গে এই বৃদ্ধ দম্পতি মৃত্যুবরণ করেন। আর এই স্বেচ্ছা মৃত্যুতে তাদের সহযোগীতা করেন দুজন চিকিৎসক। মৃত্যুর জন্য তাদের দুজনকে দেওয়া হয় প্রাণনাশী ওষুধ।

নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যু একটি বৈধ পন্থা। তবে এটি বিরলও। তা সত্ত্বেও নেদারল্যান্ডসের অনেক দম্পতি প্রতি বছর স্বেচ্ছায় মৃত্যুকে বেঁছে নিচ্ছেন।

মৃত্যুর তিনদিন আগে এ দুজন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লিন্ডা প্রেসলির সঙ্গে কথা বলেছেন।

তারা জানিয়েছেন, দীর্ঘ পাঁচ দশক দুজন একসঙ্গে ছিলেন। তবে তারা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নৌকায় করে। আর জীবনের শেষ ভাগে এসে একটি ভ্যানে থাকতেন। কারণ— তাদের ইটপাথরের বাড়িতে থাকতে মন চাইত না। যেহেতু নৌকায় থাকতেন তাই নৌকা দিয়ে পরিবহণের ব্যবসায়ও নেমেছিলেন স্বামী জ্যান।

কিন্তু ভারী কাজ করতে করতে জ্যানের একটা সময় পিঠের ব্যথার সৃষ্টি হয়। যা তাকে পুরো জীবনজুড়ে কষ্ট দিয়েছে। ২০০৩ সালে এই ব্যথার জন্য একটি অস্ত্রোপচারও করেছিলেন তিনি। কিন্তু এতে কাজ হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় তিনি আর বাঁচতে চাইছিলেন না।

জ্যান জানিয়েছেন, তার অসুস্থতার মধ্যেই ২০২২ সালে তার স্ত্রীর মস্তিস্কের কঠিন অসুখ স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে তার সেরে উঠার কোনো সম্ভাবনা ছিল না।

আর তার স্ত্রী ইলসের স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেওয়ার পরই একসঙ্গে দুজন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে জুনে তারা মৃত্যুবরণ করেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ জুন ২০২৪





আরো খবর: