শিরোনাম ::
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪


মুম্বাই, ২৫ নভেম্বর – বাবা সিদ্দিকির হত্যার পর থেকে একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এরপর থেকেই বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। হুমকির নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

অনেক বছর আগে এক কৃষ্ণসার হরিণ হত্যা করে আইনি জটিলতায় পড়েন সালমান খান। ওই ঘটনার প্রেক্ষিতে ২০১৮ সাল লরেন্স বিষ্ণোইয়ের এক সহযোগী সালমান খানকে হত্যার ছক আঁকে। বলে রাখা ভালো, বিষ্ণোই গোষ্ঠী কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে মনে করে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই সালমানকে নিজের শত্রু মনে করে বিষ্ণোইরা।

এমন পরিস্থিতিতেই ‘বিগ বস’ শো এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরোনো ভিডিও নিয়ে সালমানকে কথা বলতে দেখা গেছে।

শোনা যায়, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় যাবতীয় ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ, সেই ছবির শ্যুটিং চলাকালীন শিকারে গিয়েছিলেন সালমান। সঙ্গে ছিলেন, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাব্বুরাও। সেখানেই কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল।

কৃষ্ণসার হরিণকে পূজা করে বিষ্ণোই সমাজ। তার জেরেই লরেন্স বিষ্ণোইর রোষানলে পড়েন সালমান। এমনকি, সালমানের বাড়ির গুলিবর্ষণের নেপথ্যেও নাকি বিষ্ণোই গ্যাংয়েরই হাত রয়েছে।

সালমানের কথায়, ‘আমার আগের ক্লিপিং দেখেছেন হয়ত। মনে হতে পারে সালমান খান মেজাজ নিয়ে পুলিশ স্টেশনে বসে আছে। কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না, তাহলে ভয় পাব কেন?’

সালমান বলেন, ‘তবে কোনও উচ্চপদস্থ কর্তা যখন আসেন, তখন উঠে দাঁড়ানো, তাকে সম্মান জানানো দরকার ছিল। তাই যখনই আমি আমার ওভাবে বসে থাকার ক্লিপিংটা দেখি, নিজেরই ভালো লাগে না। ভাবি, অল্প বয়সে এ আমি কী করেছিলাম। আমার একটা হাঁটাচলার ধরন রয়েছে তা তো বদলাতে পারব না। তাতে মনে হয় বদমেজাজি, অহংকার আছে। তা নেই। আপনার সামনে আপনার থেকেও জোরে কথা বলতে পারি আমি। কিন্তু তা তো আমি করি না! এটা আমার চয়েজ।’

আইএ/ ২৫ নভেম্বর ২০২৪



আরো খবর: