বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুরিয়ার সার্ভিসে শুটকির প্যাকেটে মিললো ইয়াবা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২

শহরের ঝাউতলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি শুটকির প্যাকেটে মিললো ইয়াবা। শনিবার বিকাল ৪টায় এসব ইয়াবা উদ্ধার করে র্যাব-১৫।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ৩টার দিকে একটি পার্সেল নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসে এক ব্যক্তি। এসময় পার্সেলটি যাচাই-বাছাই করা হলে শুটকি মাছের সাথে কালো কস্টেপ মোড়ানো ৫টি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুললে ইয়াবা মিলে। খবর পেয়ে র্যাব-১৫ এর একটি টিম ইয়াবাগুলো উদ্ধার করে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্যাকেটটি কুরিয়ার করার জন্য ঝাউতলার মতি সওদাগরের পুত্র রাসেল ওই ব্যক্তিকে দিয়েছে। প্যাকেটের ভেতরে তাঁকে শুটকি মাছ রয়েছে বলে বলা হয়েছিল। তাই মূলহোতা পলাতক রাসেলকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব-১৫ এর এএসপি জামিল।

স্থানীয়রা বলছেন, রাসেল একসময় চায়ের দোকান করতো। কিন্তু এখন সে অল্প দিনে বিপুল অর্থ সম্পদের মালিক বনেছে।

সুশীল সমাজের দাবি মাদকের আগ্রাসন বন্ধে কুরিয়ার সার্ভিসসহ সব জায়গায় নজরদারি বৃদ্ধি করা।


আরো খবর: