শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুব‌দিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৪ এপ্রিল) বিকালে উপ‌জেলার লেমশীখালী ইউ‌নিয়‌নের নয়া‌ঘোনা গ্রা‌মে পা‌নি ডুবির ঘটনা ঘ‌টেছে। নিহত দুই শিশু আপন ভাই-‌বোন ব‌লে জানা গে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্প‌তিবার বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে লেমশীখালীর নয়াঘোনা গ্রা‌মের মো. দিদা‌রের মে‌য়ে শা‌হিদা আক্তার (১১) ও শিশু পুত্র রা‌কিবুল হাসান (৬) বা‌ড়ির পা‌শের পুকু‌রে গোসল কর‌তে‌ গি‌য়ে তলী‌য়ে যায়।

প‌রে তাদেরকে পুকুর থে‌কে উদ্ধার ক‌রে উপজেলা হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত ডা. শোভন দাস শিশু দু’‌টি মৃত ব‌লে জানান।


আরো খবর: