সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

কুতুবদিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দুই রাউন্ড গুলির কার্তুজসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, মো.কালু পিতা আশরাফ আলী।

পুলিশের সূত্রে জানা যায়, ডাকাত দলের কতিপয় সদস্য অস্ত্রে-স্বস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে লেমশীখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেয়ারাকাটাঘাট এলাকার রুবেলের বন্ধ দোকানের সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় ডাকাত দলের একজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অন্যরা পালিয়ে যায়।
এ সময় তার কাছে থেকে দুই রাউন্ড গুলির কার্তুজ উদ্ধার করা হয়।


আরো খবর: