শিরোনাম ::
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা আদালতে কাঁদলেন খালেদা জিয়ার আইনজীবী! কেন জানেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী! বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় জাটকা ধরার দায়ে দুই জেলের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

কুতুবদিয়া প্রতিনিধি;

কক্সবাজারের কুতুবদিয়ায় জাটকা ইলিশ ধরার দায়ে দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক দুই জেলে কে ৫ পাঁচ হাজার টাকা করে জরিমানা সহ এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃত জেলেরা হলেন, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. ইয়াছিনের পুত্র আব্দুর রহিম রকি(৪০) ও তার ছোট ভাই মোহাম্মদ দিলদার (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে চার টায় বড়ঘোপ জেটিঘাটে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে জাটকা ইলিশসহ আব্দুর রহিম রকি ও মোহাম্মদ দিলদারকে আটক করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে চার টায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে জাটকা নিধন ও বিপণনের অপরাধ স্বীকার করায় দিলদার হোসেন (২২) ও আবদুর রহিম (৪১) নামে দুই জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে, জাটকা মাছগুলো জনসম্মুখে দুটি এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।


আরো খবর: