ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) সদস্যরা।
মঙ্গলবার রাতে সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান,১ ফেব্রুয়ারি রাতে র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কোরআন মাদ্রাসার সম্মুখে কক্সবাজার-টেকনাফ রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ক্যাম্প-৫ এ নুর আলমের ছেলে সাদেক হোসেন (২৭) কে ২শ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।